রাজ্যপালেই আপত্তি সূর্যের - বিরসা মুন্ডা
🎬 Watch Now: Feature Video
"আমরা বরাবর রাষ্ট্রপতি শাসনের বিরোধিতা করে এসেছি ৷ পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা হলে আমরা তার বিরোধিতা করব ।" 26 নভেম্বর বামপন্থীদের ডাকা ধর্মঘটের সমর্থনে আজ বাঁকুড়া শহরে একটি মিছিলে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন CPI(M) নেতা সূর্যকান্ত মিশ্র ৷ তিনি আরও বলেন, " সংবিধান সংশোধন করে রাজ্যপাল পদটি তুলে দেওয়া উচিত ৷ " এছাড়াও বিরসা মুন্ডা মূর্তি প্রসঙ্গে তিনি বলেন, "যে মূর্তিটির কথা বলা হচ্ছে সেটি আমাদের সময়ে তৈরি করা হয়েছিল ৷ বিরসা মুন্ডা সম্পর্কে BJP এবং তৃণমূল কোনও কিছুই জানে না ৷ শুধু রাজনীতি করছে ৷ "