WB Municipalty Election 2022 : প্রকাশের আগেই ভাইরাল বনগাঁ পৌরসভায় তৃণমূলের প্রার্থী তলিকা, কটাক্ষ বিজেপির - Viral Fake Candidate List of Bangaon Municipality Election
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14341119-402-14341119-1643711343674.jpg)
প্রার্থী তালিকা দূর, পৌরসভা ভোটের দিনও ঘোষণা করেনি রাজ্য নির্বাচন কমিশন (WB Municipalty Election 2022) ৷ কিন্তু, তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতির প্যাডে 22টি ওয়ার্ডের প্রার্থীর নামের তালিকা ঘুরছে পৌরসভার বাসিন্দাদের ফোনে (Viral Candidate List of Bangaon Municipality Election) ৷ যেখানে নামের তালিকার নিচে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি ও বনগাঁ শহর সভাপতির সিল ও সই রয়েছে বলে দেখা যাচ্ছে ৷ তবে, এই তালিকা তাঁদের করা নয় এবং সেটিকে ভুয়ো বলে জানিয়েছেন বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরানী সরকার (Viral Fake Candidate List of Bangaon Municipality Election) ৷
TAGGED:
WB Municipalty Election 2022