এবারের নির্বাচনে হাতা, খুন্তি নিয়ে 21 পদের রান্না হবে : চন্দ্রিমা - এবারের নির্বাচনে হাতা, খুন্তি নিয়ে 21 পদের রান্না হবে
🎬 Watch Now: Feature Video
অনুব্রতর পর এবার ভোটের আগে নতুন স্লোগান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মুখে ! বললেন, "গণতন্ত্রের উৎসবে রান্নাঘরে রান্না হবে । 21 পদের রান্না হবে । 221 হাঁকিয়ে রান্না ঘরে রান্না হবে ।" আজ বারাসতের শতদল ময়দানে দলীয় সভা থেকে এনিয়ে হুঁশিয়ারির সুরও শোনা যায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের গলায় । তাঁর কথায়, "এবারের নির্বাচনে হাতা, খুন্তি নিয়ে রান্না হবে ৷" যদিও চন্দ্রিমার এই হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির ।