গালুডি থেকে ছাড়া হল জল, বন্যার আশঙ্কা কেশিয়াড়ি সহ একাধিক এলাকায় - গালুডি বাঁধ
🎬 Watch Now: Feature Video
ঝাড়খণ্ডে অতিরিক্ত বৃষ্টি হওয়ায় সুবর্ণরেখা নদীর গালুডি বাঁধ থেকে ছাড়া হয়েছে প্রায় 3 লাখ কিউসেক জল । ফলে নদীতে জল বাড়ার সঙ্গে সঙ্গেই বন্যার আশঙ্কা দেখা দিয়েছে নদী তীরবর্তী ব্লকগুলিতে। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি, দাঁতন ও মোহনপুর ব্লকের নদী তীরবর্তী এলাকাগুলিতে প্রভাব পড়তে পারে, এই আশঙ্কায় সতর্ক প্রশাসন। নদী তীরবর্তী নিচু এলাকার বাসিন্দাদের অপেক্ষাকৃত উঁচু জায়গায় সরানো হচ্ছে। এলাকাজুড়ে করা হচ্ছে মাইকিং। মজুত রাখা হয়েছে পর্যাপ্ত ত্রিপল ও অন্য়ান্য় প্রয়োজনীয় জিনিস ৷ প্রশাসনের পক্ষ থেকে একথা জানানো হয়েছে । এদিকে জেলা থেকে তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দলকে । কেশিয়াড়ির BDO সৌগত রায় জানান, "আমরা নদী তীরবর্তী প্রায় 50 থেকে 100টি পরিবারকে এই মুহূর্তে সরিয়ে দিয়েছি । এছাড়াও পর্যাপ্ত খাবার এবং অন্যান্য সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে ।"