পাঞ্চেত ও মাইথনের পর দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হল জল - panchet
🎬 Watch Now: Feature Video
টানা দু'দিনের বৃষ্টিতে ঝাড়খণ্ডের পাঞ্চেত ও মাইথন ড্যাম থেকে জল ছাড়ার পর দুর্গাপুরের দামোদর ব্যারেজ থেকেও জল ছাড়া শুরু হল । দামোদর ব্যারেজ থেকে 21 হাজার 400 কিউসেক জল ছাড়া হয়েছে । ইতিমধ্যেই পাঞ্চেত থেকে নয় হাজার এবং মাইথন থেকে ছয় হাজার কিউসেক জল ছাড়া হয়েছে ৷ তবে জল ছাড়ার ফলে দামোদরের নিচু এলাকাগুলিতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই বলে ফোনে জানান সেচ দফতরের আধিকারিক সঞ্জয় সিং ।