লোকালয়ে বাঘ ! ভিডিয়োয় দেখুন - tiger attacks in south 24 parganas
🎬 Watch Now: Feature Video
মইপিট কোস্টাল থানার বৈকন্ঠপুর এলাকায় বাঘের হানায় আতঙ্কিত গ্রামবাসী । স্থানীয় বাসিন্দা ভীম নায়েকের গোয়াল ঘরে গোরুর উপর হামলা চালায় বাঘটি । মারা যায় গোরুটি । পরে গ্রামবাসীরা বাঘটিকে তাড়িয়ে জঙ্গলের দিকে পাঠিয়ে দেয় । কিন্তু বাঘটির জঙ্গলে না গিয়ে দীর্ঘক্ষণ স্থানীয় একটি রাস্তার উপরেই দাঁড়িয়ে ছিল । শেষে বাঘটিকে জঙ্গলের ভিতরে পাঠাতে সক্ষম হন বনদপ্তরের কর্মীরা ।