"দুধের স্বাদ ঘোলে মেটানো", আক্ষেপ বিশ্বভারতীর উপাচার্যের - Bidyut Chakraborty
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10692096-1079-10692096-1613730180014.jpg)
"দুধের স্বাদ ঘোলে মেটানো হল", পড়ুয়াহীন সমাবর্তন শেষে আক্ষেপ বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর । এদিন সমার্তনন শেষে হেলিপ্যাডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ও রাজ্যপাল জগদীপ ধনকড়কে বিদায় জানিয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলেন, "সবাই এসেছিলেন । প্রধানমন্ত্রীও আসবেন এই কোভিড পরিস্থিতি শেষে । তবে আমাদের আজ খুব দুঃখ । কারন পড়ুয়াদের আমরা আনতে পারিনি । দুধের স্বাদ ঘোলে মেটানো হল । আমরা এই রকম সমাবর্তন তো চাই না । তবে করতেই হল।"