BMC Election 2022: বিধাননগরে নির্বাচনী বিধিভঙ্গ করে প্রচার তৃণমূল প্রার্থীর - বিধাননগরে নির্বাচনী বিধিভঙ্গ করে প্রচার তৃণমূল প্রার্থীর
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14139533-thumbnail-3x2-bidhan.jpg)
নির্বাচন কমিশনের বিধির তোয়াক্কা না করেই ভোট প্রচারে বিধাননগর পৌরনিগমের 37 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মিনু দাস চক্রবর্তী (BMC Election 2022)। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করে প্রচার সারেন তিনি। নিজে ছিলেন হুড খোলা জিপে। কার্যত করোনা বিধিভঙ্গের ছবিই ধরা পড়ল। এমনকি প্রার্থীর মুখেও ছিল না মাস্ক। আজ তিনি এলএ ব্লক থেকে নির্বাচনী প্রচার শুরু করেন ৷ মিছিলটি কেবি ব্লক-সহ ওই ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ৷
TAGGED:
BMC Election 2022