প্রবল বর্ষণে জলমগ্ন রায়গঞ্জ ব্লকের একাধিক গ্রাম - প্রবল বর্ষণে জলমগ্ন রায়গঞ্জের একাধিক গ্রাম
🎬 Watch Now: Feature Video
রাতভর একটানা প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে রায়গঞ্জ ব্লকের বিন্দোল, বহর, কয়লাডাঙি সহ বেশ কয়েকটি গ্রাম। জলের তলায় চলে গিয়ে কৃষিজমি থেকে বসতবাড়ি। চরম দুর্ভোগে এলাকার বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, এলাকা জলমগ্ন হয়ে পড়ে থাকলেও পঞ্চায়েত থেকে এখনও পর্যন্ত কোনও খোঁজ নেয়নি কেউ। রায়গঞ্জ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বিন্দোল গ্রামপঞ্চায়েতের বহর, পরিহারপুর, বসতপুর, বালিয়াদিঘি, কয়লাডাঙি সহ গোটা দশেক গ্রামের কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে ৷ এলাকায় কোনও নিকাশি ব্যাবস্থা না থাকায় জমা জল বের হতে পারছে না। ঘরে জল ঢুকে যাওয়ায় মজুত থাকা ফসল থেকে শুরু করে গৃহসামগ্রী সব নষ্ট হয়ে গিয়েছে। অতিবৃষ্টির কারণে জমির ফসলও নষ্ট হয়ে গিয়েছে। এমতাবস্থায় তারা কী খাবেন তা নিয়েই চরম দুশ্চিন্তায় রয়েছে বাসিন্দারা ।