উলুবেড়িয়ায় ক্ষতিপূরণ না মেলায় পাইপলাইনের কাজ বন্ধ গ্রামবাসীদের - গ্যাসের পাইপ লাইন বসানোর কাজ বন্ধ
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10115157-thumbnail-3x2-kaj.jpg)
কলাগাছের উপযুক্ত ক্ষতিপূরণ না পেয়ে আইওসি-র গ্যাসের পাইপলাইনের কাজ বন্ধ করলেন গ্রামের বাসিন্দারা । উলুবেড়িয়ার বাসুদেবপুরের বাগপাড়ার ঘটনা । পাইপলাইন বসানোর জন্য কাটা পড়া কলাগাছের দাম হিসাবে 2017 সালে 480 টাকা গাছ প্রতি ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল । এবার তা কমিয়ে 200 টাকা করে দেওয়ায় গতকাল বিকেলে কাজ বন্ধ করে দেন চাষিরা । তাঁদের দাবি, গতবারের টাকা এখনও বাকি রয়েছে তার উপর এত কম দাম দেওয়া হচ্ছে । যদিও আইওসি কর্তৃপক্ষ এই বিষয়ে কথা বলতে রাজি হয়নি ।