শালবনির ওসিএল কারখানার সামনে অবস্থান বিক্ষোভ - ওড়িশা সিমেন্ট লিমিটেড

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 26, 2021, 7:43 AM IST

গ্রামবাসীদের কর্মী হিসেবে নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল ওড়িশা সিমেন্ট লিমিটেড৷ কিন্তু ওসিএল প্রতিশ্রুতি না রাখায় চার দফা দাবি নিয়ে সোমবার সকাল থেকেই কারখানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা৷ শালবনির ঘটনা৷ বিক্ষোভকারী বাবুয়া ঘোষ বলেন, "কারখানা তৈরির সময়ই কর্তৃপক্ষের তরফে এলাকার অপ্রশিক্ষিত শ্রমিকদের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল৷ কিন্তু বছরের পর বছর কেটে গেলেও কারখানায় কেউই কাজ পাইনি৷ এমনকী প্রশিক্ষিত কর্মীরাও কোনও কাজ পাননি৷ কারখানা প্রতিশ্রুতি মতো বেশ কিছু চাষি জমি দিয়ে এখনও চাকরি পাননি৷ ফলে কর্মহীন মানুষের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে৷ গ্রামের উদ্যমী শিক্ষিত যুবকরা বেকার হয়ে পড়েছে৷" অবিলম্বে দাবি পূরণ না হলে তাঁরা শান্তিপূর্ণভাবে এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার হঁশিয়ারি দিয়েছেন৷ যদিও পরিস্থিতির দিকে নজর রাখছে স্থানীয় পুলিশ প্রশাসন।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.