গয়েরকাটায় নতুন ব্লক অফিসের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের - নতুন ব্লক করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10059975-768-10059975-1609328809682.jpg)
জলপাইগুড়ির ধুপগুড়ি ব্লক ভেঙে বানারহাট ব্লক করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার গয়েরকাটাতে নতুন ব্লক অফিসের দাবিতে আন্দোলনে নামলেন সেখানকার বাসিন্দারা । নতুন ব্লকের নাম গয়েরকাটা-বানারহাট করার দাবি জানিয়েছেন তাঁরা। আজ মধ্য ডুয়ার্স উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় । সংগঠনের যুগ্ম সম্পাদক পঙ্কজ দত্ত বলেন, "মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বানারহাটকে নতুন ব্লক করা হবে । গয়েরকাটাতেই প্রচুর জমি রয়েছে তাই আমরা চাই সেখানেই নতুন ব্লক অফিস তৈরি করা হোক।"