খন্যানে বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে অবরোধ - hooghly
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4314267-thumbnail-3x2-roadblocked.jpg)
রাস্তার সারাইয়ে দাবিতে হুগলির খন্যানে GT রোড অবরোধ করল স্থানীয়রা । GT রোডে রায়পাড়ার মোড়ে কয়েকশো গ্রামবাসী প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় । বিক্ষোভের ফলে যানজটের সৃষ্টি হয় এলাকায় । অভিযোগ, দীর্ঘদিন ধরে খন্যান থেকে হালুসা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা খারাপ হয়ে পড়ে রয়েছে । বিভিন্ন জায়গায় খানা-খন্দে ভরা ৷ স্থানীয় ইটাচুনা খন্যান গ্রাম পঞ্চায়েত ও পাণ্ডুয়ার BDO-কে বারবার জানানোর পরও কোনও লাভ হয়নি । শেষপর্যন্ত আজ রাস্তা সারাইয়ের দাবিতে রাস্তা অবরোধ করে স্থানীয়রা । ঘটনাস্থানে পৌঁছায় পাণ্ডুয়া থানার পুলিশ ।
Last Updated : Sep 2, 2019, 9:08 PM IST