নবান্নের সুর NRS-এও ! - DOCTORS STRICK
🎬 Watch Now: Feature Video
মুখ্যমন্ত্রীর আবেদনে আমরা সাড়া দিতে চাইছেন জুনিয়র ডাক্তাররা । মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বস্ত করেছেন । বৈঠক ফলপ্রসূ হয়েছে বলেও জানিয়েছেন তিনি । বেশকিছু পদক্ষেপও নিয়েছেন মুখ্যমন্ত্রী । NRS-র আন্দোলকারী এক জুনিয়র ডাক্তার বলেন, "আমাদের দাবিগুলিও উনি(মুখ্যমন্ত্রী) মেনে নেওয়ার চেষ্টা করবেন বলে কথা দিয়েছেন । আমাদের প্রতিনিধিরা ফেরার পর সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে ।"