টুমনি নদীর জলে ডুবল ভাসাপুল, ঝুঁকি নিয়ে চলছে পারাপার - durgapur
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12617804-thumbnail-3x2-tumni.jpg)
বৃহস্পতিবার রাত থেকে প্রবল বৃষ্টির জেরে টুমনি নদীর জল বাড়ায় ডুবল ভাসাপুল । শুক্রবার সকালেই কাঁকসা ব্লকের শিবপুরের ভাসাপুল জলের তোড়ে ভেসে যায় ৷ স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যায় যান চলাচল । এর জেরে চরম দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ীরাও । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টি হলেই এই ভাসাপুলটি ভেসে যায় ৷ অন্যদিকে টানা বৃষ্টির জেরে দুর্গাপুরের 13, 34, 20, 21 নম্বর ওয়ার্ডে জলবন্দি বহু মানুষ । দুর্গাপুর স্টিল টাউনশিপের আকবর রোডে আজ ভোরে একটি বড় গাছ ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায় ।