অপরিকল্পিত বৃক্ষরোপণই আমফানে গাছ নষ্টের কারণ , কী বলছেন পরিবেশবিদরা - কলকাতা আমফান
🎬 Watch Now: Feature Video
সম্প্রতি বিধ্বংসী আমফান ঘূর্ণিঝড়ে কলকাতা ও হাওড়ার কয়েক হাজার গাছ রাস্তায় উপড়ে পড়েছে । এতে শহরের শুধুমাত্র সবুজ ধ্বংস নয়, আগামীদিনে শহরের দূষণ মাত্রা বাড়তে পারে এমনটাই মনে করছেন পরিবেশবিদরা । ঝড়ের ধাক্কায় বড় বড় গাছগুলির শিকড়-সমেত উপড়ে যায় । শুধুমাত্র কলকাতাতেই 5 হাজারের বেশি গাছ পড়ে গিয়েছে । হাওড়াতে এই সংখ্যাটা 3 হাজারের বেশি । গাছ পড়ে যাওয়ার পেছনে পরিবেশবিদরা অপরিকল্পিত বৃক্ষরোপণকেও দায়ি করেছেন ।
দেখুন ভিডিয়ো . . .