লকডাউন অমান্য, রাস্তায় পরস্পরের কান ধরে ওঠবোস - Kolkata Police
🎬 Watch Now: Feature Video
লকডাউন অমান্য করে পথে নেমেছিলেন । কেন বেরিয়েছেন, প্রশ্ন করায় ঠিকমতো জবাব দিতে পারেনি ওই দুই যুবক । লকডাউন অমান্য করায় দুই বন্ধুকে মুখোমুখি দাঁড় করিয়ে একে অপরের কান ধরে ওঠবোস করাল পুলিশ । পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয় । কলকাতার ঠাকুরপুকুরের ঘটনা ।