জলঙ্গিতে কয়েক লাখ টাকার নিষিদ্ধ কাফ সিরাপ সহ গ্রেপ্তার 2 - Two arrested from Jalangi
🎬 Watch Now: Feature Video
কয়েক লাখ টাকার নিষিদ্ধ ফেনসিডিল সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল জলঙ্গি থানার পুলিশ । ওই দু'জনকে জলঙ্গির কাজীপাড়া সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে । উদ্ধার হয়েছে 700 বোতল কাফ সিরাপ । আজ ধৃতদের বহরমপুরের NDPS আদালতে তোলা হলে তাদের পাঁচ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক ।