সোয়াব পরীক্ষায় গতি বাড়াতে বসল ট্রুনাট মেশিন, দেখুন ভিডিয়ো... - ট্রুনাট মেশিন
🎬 Watch Now: Feature Video
সোয়াব টেস্টে গতি বাড়াতে বসছে ট্রুনাট মেশিন । উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ট্রুনাট মেশিন বসানো হয়েছে । জলপাইগুড়ি , মালদা-সহ কয়েকটি জেলাতেও এই ব্যবস্থা নেওয়া হচ্ছে । শিলিগুড়িতে বিভাগীয় কমিশনার অজিত রঞ্জন বর্ধন জানান , ইতিমধ্যেই বাকি থাকা দুই হাজার সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়ে গিয়েছে । আগামী দু'দিনের মধ্যে বাকি নমুনা পরীক্ষা করা হয়ে যাবে । এতে রোগীদের দ্রুত চিকিৎসা করা যাবে । দেখুন ভিডিয়ো...