তোলাবাজি ঘিরে উত্তপ্ত সাগরদিঘি, পুড়ল বাইক-চারচাকা - সাগরদিঘির থানার মোরগ্রাম এলাকায় জাতীয় সড়ক অবরোধ
🎬 Watch Now: Feature Video
তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে সাগরদিঘির থানার মোড়গ্রাম এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ । লরি চালকদের বিক্ষোভের জেরে উত্তপ্ত এলাকা । জ্বালিয়ে দেওয়া হল 3টি বাইক ও 1টি বোলেরো গাড়ি । পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে । ট্রাক চালকদের অভিযোগ, তোলা দিতে অস্বীকার করলে তাঁদের মারধর ও ট্রাক ভাঙচুর করা হয় । তোলাবাজির সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে ।