নেতাজির জন্মদিনে জয় শ্রীরাম ধ্বনি, ক্ষমাপ্রার্থী তৃণমূল সমর্থকরা ! - Victoria memorial incident
🎬 Watch Now: Feature Video
কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির 125তম জন্মদিন পালন খবরের শিরোনামে । কারণ, মুখ্যমন্ত্রী ভাষণ দিতে যেতেই দর্শকাসন থেকে উঠে আসে জয় শ্রীরাম ধ্বনি । তার জেরে আজ শিলিগুড়ির সুভাষপল্লি মোড়ে নেতাজির প্রতিকৃতির পায়ে ফুল দিয়ে ক্ষমা চাইলেন তৃণমূল যুব কংগ্রেসের কর্মী এবং ছাত্র পরিষদের সদস্যরা । তাঁদের দাবি, নেতাজির জন্মদিনে জয় শ্রীরাম স্লোগান দেওয়া মানে শ্রীরাম ও নেতাজিকে অপমান করা হয়েছে ৷ তাই যাঁরা সেদিন ভুল করেছে তাঁদের হয়ে ক্ষমা চেয়েছি নেতাজির কাছে ।