জলের তোড়ে ভেঙে পড়ল তৃণমূল কার্যালয় - বিশ্রীপাট
🎬 Watch Now: Feature Video
অবিরাম বৃষ্টিতে কোতোয়ালি থানার অন্তর্গত পাঁচখুরির বিশ্রীপাট এলাকায় রবিবার ভেঙে পড়ল শাসকদলের পার্টি অফিস ৷ এদিন সকালে পার্টি অফিসের পাশের খালে জলের পরিমাণ বাড়তে থাকায় তৃণমূলের পার্টি অফিসটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে । পশ্চিম মেদিনীপুরের নিচু এলাকা বিশেষ করে হরিশপুর, বেঙ্গাই, পাঁচখুরি-সহ বিভিন্ন এলাকা জলমগ্ন ৷ ব্যারেজ থেকে জল ছাড়ায় বাড়ছে জলের পরিমাণ ৷ তার জেরেই এই ঘটনা ৷ আর তাতেই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা ৷