"রাজ্যপাল অসাংবিধানিক ও রাজনৈতিক উদেশ্যপ্রণোদিত ভাবে কাজ করছেন" - রাজ্য-রাজ্যপাল সংঘাত
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9855101-thumbnail-3x2-a.jpg)
"রাজ্যপাল অসাংবিধানিক ও রাজনৈতিক উদেশ্যপ্রণোদিত ভাবে কাজ করছেন ৷ রাজ্যপালের এটা কাজ নয় ৷ সংবিধানটা তাঁর পড়া উচিত ৷ রাজ্যপাল হলেন পরিবারের মাথা ৷ সেই জায়গায় দাঁড়িয়ে তাঁর নিরপেক্ষ থাকার কথাটাই আমাদের সংবিধানে বলা রয়েছে ৷ কিন্তু সোশাল স্পেসে এমনভাবে প্রশাসনিক কথাবার্তা বলাটা সংবিধান বহির্ভূত বলে আমার মনে হয় ৷" হাওড়ায় দলীয় সভা থেকে এভাবেই আক্রমণ করলেন তৃণমূল নেত্রী কাকলি ঘোষদস্তিদার ৷