10 শতাংশ ভোটের জন্য তৃণমূল সরকারকে সরস্বতী পুজো করতে হচ্ছে ,কটাক্ষ লকেটের - 10 শতাংশ ভোটের জন্য সরস্বতী পুজো করতে হচ্ছে
🎬 Watch Now: Feature Video
সরস্বতী পুজোর দিন দু বছরের স্মৃতি উস্কে দিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন দু'বছর আগেও তেহট্ট, বাগনানে সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি ৷ এজন্য অবরোধ করেছিল ছাত্রীরা। পুলিশের লাঠিচার্জে মাথা ফেটে ছিল অনেকের। হঠাৎ করে দেখছি আবার নির্দেশ দেওয়া হচ্ছে, সরস্বতী পুজো করার জন্য ৷ পুজো শুরু হচ্ছে স্কুল-কলেজে । তৃণমূল সরকারের 30 শতাংশের ভোট রাজনীতি মাথার মধ্যে ছিল। এবার ভোট এসে গেছে তাই আরও 10 শতাংশের ভোট লাগবে তাই সরস্বতী পুজো করতে হচ্ছে। দিনে পাঁচবার করে নামাজ পড়বে কিন্তু পাঁচ বছরে একবার ভোট এসেছে তাই সরস্বতী পুজো করতে হচ্ছে। এটাই তৃণমূলের নীতি।