Arjun Singh on TMC : কলকাতার মতো জেলায় তৃণমূল একতরফা গোল দিতে পারবে না, চ্যালেঞ্জ অর্জুনের - বহরমপুরে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং
🎬 Watch Now: Feature Video
কলকাতায় তৃণমূল কংগ্রেসের ফলাফলকে সামনে রেখে যদি তারা ভাবে একতরফা গোল করবে, তাহলে ভুল ভাবছে ৷ মফস্সলে তৃণমূলের জায়গা পাওয়া কঠিন, বহরমপুরে বিজেপি কার্যালয়ে বসে চ্যালেঞ্জ করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন ৷ নবদ্বীপ, নদিয়ার মতো জেলা থেকে শ'য়ে শ'য়ে মানুষ বিজেপির টিকিট পেতে আবেদন জানাচ্ছে ৷ তরুণেরা এগিয়ে আসছেন, দাবি বিজেপি সাংসদের ৷ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরনো নিয়ে তাঁর মত, কে থাকল না থাকল সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার । তবে বিজেপি এই মুহূর্তে 18 কোটি সদস্যপদ আছে । (BJP MP Arjun Singh claims Trinamool Congress can not win easily in districts)