সরকারি বাসে সারপ্রাইজ় ভিজ়িট পরিবহনমন্ত্রীর - east midnapur
🎬 Watch Now: Feature Video
সরকারি অনুষ্ঠানে যোগ দিতে খড়্গপুর যাওয়ার পথে একটি সরকারি বাসে হঠাৎ উঠে পড়েন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ বাসের চালক, কন্ডাক্টর ও যাত্রীদের সঙ্গেও কথা বলেন তিনি ৷ যাত্রীদের বললেন, "প্রত্যেকে বাসে উঠলে টিকিট কাটুন ৷ টিকিট না কাটলে সরকারের রাজস্ব নষ্ট হবে ৷" চালক এবং কন্ডাক্টরদের নিয়ম মেনে কাজ করার পরামর্শও দেন তিনি ৷ দেখুন ভিডিয়োয়...
Last Updated : Oct 16, 2019, 8:01 PM IST