রেলের কামরা অপরিষ্কার, হয়নি স্যানিটাইজ়েশনও; অভিযোগ রেলযাত্রীদের - রেলের কামরা অপরিষ্কার
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9512578-1002-9512578-1605095652258.jpg)
রেলের কামরা অপরিষ্কার ৷ এখানে সেখানে ঝুল লেগে আছে ৷ যাত্রীরা নিজেরাই কাগজ দিয়ে আসন পরিষ্কার করতে বাধ্য হচ্ছেন ৷ কামরার এই অবস্থা দেখে যাত্রীদের অভিযোগ, রেল থেকে কামরা আদৌ স্যানিটাইজ় করা হয়নি ৷ যদিও বর্ধমানের রেল স্টেশন ঝাঁ চকচক করছে ৷ থার্মাল চেকিংয়ের ব্যবস্থা আছে ৷ টিকিট কাউন্টারে সামাজিক দূরত্ব বিধি মেনে চলার জন্য বারবার মাইকে নির্দেশ দেওয়া হচ্ছে ৷ যত্রতত্র মোতায়েন আছে পুলিশ ৷ যদিও সকাল থেকেই ফাঁকা বর্ধমান স্টেশনের টিকিট কাউন্টার । হাওড়া বা আসানসোল থেকে আসা ট্রেন থামলে সামাজিক দূরত্ব মানার কথা কারও আর খেয়াল থাকছে না । ফলে, ঘেঁষাঘেঁষি করে যাত্রীরা বাড়ি ফিরছেন।