বছরের প্রথম দিনেই পর্যটকদের ভিড় দিঘায় - পর্যটকদের উপচে পড়া ভিড় দিঘায়
🎬 Watch Now: Feature Video
বছরের প্রথম দিনেই পর্যটকদের উপচে পড়া ভিড় দিঘায় । দীর্ঘদিন কোরোনার প্রকোপে ঘরবন্দী আট থেকে আশি । নতুন বছরকে স্বাগত জানাতে সমুদ্র সৈকতকে বেছে নিয়েছে অনেকে । কোরোনা প্রকোপ না কাটলেও নতুন বছরকে নতুনভাবে স্বাগত জানাতে উৎসুক সবাই । কেউ ঝাউবনে চড়ুইভাতিতে, কেউ আবার সমুদ্রের হাওয়া খেতে সমুদ্রপাড়ে । নিজেদের মতো উৎসবের আনন্দে মাতোয়ারা সবাই ।
Last Updated : Jan 1, 2021, 7:17 PM IST