Jawad After Effect In Digha: জাওয়াদের পর হোটেলবন্দি দিঘার পর্যটকরা, শুনশান সমুদ্র সৈকত - জাওয়াদের পর হোটেলবন্দি দিঘার পর্যটকরা, শুনশান সমুদ্র সৈকত
🎬 Watch Now: Feature Video
ঘূর্ণিঝড় জাওয়াদের পর কিছুটা স্বস্তি ফিরেছে সৈকত শহর দিঘা-সহ উপকূলবর্তী এলাকায় (Jawad After Effect In Digha)। কিন্তু সৈকত শহর দিঘার পর্যটকদের সমুদ্র স্নানে নামতে এখনও প্রশাসনের তরফ থেকে নিষেধ করা হচ্ছে। সমুদ্র পাড়ে পর্যটকদের আসতে দেওয়া হচ্ছে না। এমনকি কোনও পর্যটক যাতে সমুদ্র পাড়ে না যান তার জন্য পুলিশের পক্ষ থেকে দড়ি দিয়ে সমুদ্রের পাড় ঘিরে রাখা হয়েছে। কারণ জোয়ারের সময় ব্যাপক জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে। আর জলোচ্ছ্বাস দেখতে পর্যটকরা আসতে শুরু করলেই পুলিশ তাঁদের বাধা দিচ্ছে। ফলে অধিকাংশ পর্যটকদের হোটেলবন্দি অবস্থাতেই থাকতে হচ্ছে। শুনশান সমুদ্র সৈকত ৷