ডায়মন্ড হারবারে নদীতে টর্নেডো, আতঙ্কিত বাসিন্দারা - diamond harbour
🎬 Watch Now: Feature Video
উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে গতকাল বিকেল থেকে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে ভারী বৃষ্টি । ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন উপকূল তীরবর্তী এলাকায় জারি হয়েছে সতর্কতা । আজ বিকেলে নদীতে টর্নেডোর ঘূর্ণাবর্ত দেখা যায়। নদীর তীরে টর্নেডো দেখতে ভিড় জমায় স্থানীয় মানুষজন । এলাকার মানুষের দাবি, সচরাচর এরকম ঘূর্ণাবর্ত দেখা যায় না । প্রসঙ্গত, দীর্ঘ কয়েক মাস আগে সাগরের মুড়িগঙ্গা নদীর উপর দেখা যায় বেশ কয়েকটি টর্নেডো । সম্প্রতি এইরকম টর্নেডো সচরাচর দক্ষিণবঙ্গে চোখে পড়ে না । আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে এইরকম ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে নদীতে।