"গুলি-বোমা লাগবে না, ঝাঁটা মেরে BJP নেতাদের এনকাউন্টার করা হবে" - BJP-কে আক্রমণ দেবু টুডু-র
🎬 Watch Now: Feature Video
"কুৎসা ও অপপ্রচার করলে BJP নেতাদের ঝাঁটা মেরে এনকাউন্টার করব । এখানে গুলি-বোমা কিছুই লাগবে না । বাংলার মায়েরা আছে , বর্ধমানের মা-বোনেরা আছে । BJP-র যে রোগ ধরেছে ঝাঁটা মেরে সেই রোগ বের করে দেব ।" বর্ধমানের বিজয়রাম এলাকায় এক প্রতিবাদ সভায় এভাবেই হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা দেবু টুডু । দিন দু'য়েক আগে কালনায় এসে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকে বালি মাফিয়া ও রোগা কেষ্ট বলে কটাক্ষ করেছিলেন BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায় । এমনকী , তাঁকে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ । এরপরই BJP নেতার মন্তব্যের প্রতিবাদে জেলার বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সভা করা হয় । গতকালও এক সভার আয়োজন করা হয়েছিল । সেখানেই BJP-কে আক্রমণ করেন দেবু টুডু । দেখুন ভিডিয়ো...