বেহাল সার্ভিস রোডে মাছ ছেড়ে অভিনব প্রতিবাদ TMC-র - সার্ভিস রোডে বিক্ষোভ
🎬 Watch Now: Feature Video
বেহাল রানিগঞ্জ-পানাগড় সার্ভিস রোড ৷ বহু দিন ধরে সারাইয়ের আবেদন করেও কোনও ফল হয়নি ৷ তাই রাস্তার জমা জলে মাছ ছেড়ে অভিনব প্রতিবাদ কর্মসূচিতে নামলেন দুর্গাপুর 2 নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের কর্মী-সমর্থকরা ৷ দলের যুব শাখার পশ্চিম বর্ধমান জেলার সভাপতি রূপেশ যাদবের নেতৃত্বে দুর্গাপুরের ওল্ড কোর্ট মোড়ে দলীয় কর্মী-সমর্থকরা অবস্থান বিক্ষোভ করেন ৷ রূপেশ যাদবের কথায়, কেন্দ্রের এই ব্যাপারে কোনও তাপ-উত্তাপ নেই । শুধু রাজনীতি করতেই ব্যাস্ত ৷ স্থানীয় সাংসদ সুরিন্দর সিংহ আলুওয়ালিয়াকে তো খুঁজেই পাওয়া যায় না ৷