ইকো পার্কে দিলীপ ঘোষের যোগাভ্যাসের সময় বিক্ষোভ তৃণমূলের - TMC protest at newtown
🎬 Watch Now: Feature Video
প্রতিদিনের মতো আজ সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । সেখানে তিনি যখন যোগাভ্যাস করছিলেন ঠিক সেই সময় কিছুটা দূরে রাজারহাট-নিউটাউনের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মহম্মদ আফতাবউদ্দিন কয়েকজন কর্মী নিয়ে "সব বেচে দে" গেঞ্জি পরে অভিনব কায়দায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দেখান । এই প্রতিবাদের বিষয়ে দিলীপ ঘোষ বলেন, "এতদিন দিদির অনুপ্রেরণায় সবকিছু কেনাবেচা করছিলেন, এখন দাদার অনুপ্রেরণায় যোগাভ্যাস করছেন । আমি বলছি ওয়েল কাম, খুব ভালো কথা । কে কাকে বেচছে সে তো সবাই জানে । ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে সব বেচে দে । চলুন সব বিক্রি করুন । এরপর হবে সব কিনে নে । এই যে কেনা বেচার যে ব্যবসা , এটা পশ্চিমবাংলায় আর চলবে না ।"