TMC MP Kalyan Banerjee : কোন্নগরে নাম না-করে প্রবীর ঘোষালকে 'বেইমান' বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় - উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে আক্রমণ কল্যাণের

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 19, 2021, 8:29 AM IST

কোন্নগর বইমেলায় এসে নাম না-করে প্রবীর ঘোষালকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (TMC MP Kalyan Banerjee indirectly attacks TMC MLA Prabir Ghosal, Kanchan Mullick) । গত সপ্তাহে বই মেলায় মদন মিত্র ও প্রবীর ঘোষালকে একই মঞ্চে দেখা গিয়েছিল । তাই নিয়েই বিতর্ক তৈরি হয়েছে দলের ভিতরে । কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের প্রশংসা করেন প্রবীর ঘোষাল । বইমেলার মঞ্চে শনিবার সাংসদ কল্যাণ বলেন, "ভাগ্যিস গত সপ্তাহে আসিনি । না হলে বেইমানের সঙ্গে মঞ্চ ভাগ করতে হতো । ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে ।" নামোল্লেখ না করলেও উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককেও ছাড়েননি তিনি । কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "উত্তরপাড়ার মহিলারা আমাকে অভিযোগ করেছেন । তৃণমূলের বিধায়ক একে ওকে ডাকছে এই রূপালি, এই রূপসী ৷ এই সব কী হচ্ছে ! যাঁর সিনেমা করার ইচ্ছে তাঁরা সিনেমা করুন । রাজনীতিটা সিরিয়াস জায়গা ৷"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.