Trinamool Congress : উন্নয়ন দেখেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার ঢল, দাবি শান্তিরামের - Vivekananda Bauri
🎬 Watch Now: Feature Video
পুরুলিয়ার রঘুনাথপুরের বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরি মন্তব্য করেছেন যে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র মদের উন্নয়ন বোঝে ৷ মানুষের উন্নয়নের কথা একমাত্র বিজেপি বোঝে ! তাঁর এই মন্তব্য সরগরম জেলার রাজনীতি ! এই বিষয়ে আজ একটি ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে এসে জেলার বর্ষীয়ান তৃণমূল নেতা তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতো বলেন, ‘‘যাঁরা উন্নয়ন দেখতে পাচ্ছেন না, তাঁরা অন্য চশমা পরে বিষয়টি দেখছেন ৷ তাই দেখতে পাচ্ছেন না ৷ যদি উন্নয়ন না হত, তাহলে এত মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতেন না ৷ এটা দেখে ওদের অন্তত বোঝা উচিত ৷’’ যদিও এই বিষয়ে জানতে চেয়ে বিজেপি বিধায়কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি ৷