মহিলাকে উত্ত্যক্ত করার অভিযোগ, জুতোপেটা তৃণমূল নেতাকে - TMC leader beaten with sandals
🎬 Watch Now: Feature Video
মহিলাকে ফোন করে এবং SMS করে উত্ত্যক্ত করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধ । বেশ কিছু অশ্লীল মেসেজ ও ভিডিয়োও পাঠাতেন । এই অভিযোগে আজ দুপুরে এলাকার মহিলারা অভিযুক্ত তৃণমূল নেতা বুদ্ধদেব দাসকে বেঁধে জুতোপেটা করেন । রাজারহাট দশদ্রোণ এলাকার ঘটনা । পরে বাগুইআটি থানার পুলিশ এসে তাঁকে উদ্ধার করে । অভিযুক্ত ব্যক্তি তৃণমূলের বুথ স্তরের সভাপতি ।