অমিত শাহকে শকুন বলে কটাক্ষ অনুব্রতর - অমিত শাহ শকুন কটাক্ষ অনুব্রত-র
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-7716703-588-7716703-1592791185134.jpg)
নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বেনিয়া বলে কটাক্ষ করলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । রবিবার আউসগ্রাম দুই নম্বর ব্লক তৃণমূলের এক কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেন , "গুজরাতে গান্ধিজি ছাড়া কেউ স্বাধীনতার জন্য প্রাণ দেননি । আসলে গুজরাতি মানেই বেনিয়া । ব্যবসা ছাড়া ওরা কিছু বোঝে না । তাই ওরা ভারতবর্ষের উন্নয়ন করবে কী করে ?" পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে শকুন বলে কটাক্ষ করেন তিনি । দেখুন ভিডিয়ো...