BJP-র IT সেলের মিথ্যে প্রচার ফাঁস করবে তৃণমূলের IT সেল: অনুব্রত - তৃণমূলের IT সেলের বৈঠকে অনুব্রত মণ্ডল

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 10, 2020, 4:58 PM IST

"BJP-র IT সেল মিথ্যা প্রচার করে, সেগুলো তুলে ধরবে তৃণমূলের IT সেল ।" আজ দলের IT সেল "স্পন্দন"-এর বৈঠকে একথা বললেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । আজ জেলা তৃণমূলের তরফে IT সেলের সদস্যদের হাতে পরিচয়পত্র তুলে দেওয়া হয় । বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে IT সেলের বৈঠকে ছিলেন অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিংহ, IT সেলের প্রধান সুদীপ্ত ঘোষ সহ অনেকে । বৈঠকে শেষে অনুব্রতবাবু বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি তুলে ধরবে IT সেল ।" তাঁর কথায়, "ফেসবুক থেকে শুরু করে একাধিক জায়গায় BJP যা নয় তাই প্রচার করছে । এগুলো যে ফেক সেটাই তুলে ধরবে তৃণমূলের IT সেল ।" বলেন, "তৃণমূলের IT সদস্যরা টাকা পান না । স্বেচ্ছায় কাজ করেন ।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.