বাগবাজারে অগ্নিকাণ্ডে ষড়যন্ত্র, সন্দেহ সায়ন্তনের - Sayantan Basu
🎬 Watch Now: Feature Video
গতকাল অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে বাগবাজার বস্তি ৷ বার বার শহরের বস্তিগুলিতে আগুন লাগছে ৷ সায়ন্তন বসু বললেন, "কিছুটা তো তৃণমূল করছে ৷ মানুষগুলো বাস্তুহারা হবে, তাঁদের নিয়ে রাজনীতি করতে সুবিধা হবে ৷ সম্পূর্ণভাবেই এরসঙ্গে রাজনীতি যুক্ত আছে, ষড়যন্ত্র আছে ৷" বৃহস্পতিবার জলপাইগুড়ির কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপি নেতা অভিযোগ করেন, "ইচ্ছে করে দমকল দেরিতে আসছে ৷ যাতে ক্ষয়ক্ষতি বাড়ে ৷ রাজ্য সরকার এই ক্ষয়ক্ষতির দায় এড়াতে পারে না ৷ ভোটের আগে অসহায় গরিব মানুষগুলোকে ব্ল্যাকমেল করছে তৃণমূল ৷"