দলীয় সভায় হামলার প্রতিবাদ, পুরশুড়ায় মিছিল তৃণমূলের - tmc rally
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10293139-182-10293139-1611018302759.jpg)
দলীয় সভায় হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনার প্রতিবাদ জানিয়ে গতকাল পুরশুড়ার সোদপুরে মিছিল করল তৃণমূল। নেতৃত্ব দেন তৃণমূল নেত্রী অসীমা পাত্র, দলীয় নেতা ও জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান ও জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব । এছাড়াও উপস্থিত ছিলেন পুরশুড়া ব্লক সভাপতি কিংকর মাইতি সহ একাধিক নেতা।