Dilip Ghosh slams TMC over Netaji issue: তৃণমূলের নেতাজি ভক্তি পুরোটাই নাটক: দিলীপ - নেতাজির জন্মজয়ন্তী

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 24, 2022, 12:04 PM IST

তৃণমূলের নেতাজি ভক্তি পুরোটাই নাটক ৷ অভিযোগ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh slams TMC over Netaji issue) ৷ নিউটাউনে ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ বলেন, "প্রধানমন্ত্রী কাল সব অনুষ্ঠান সকাল আটটায় করেছেন আর মুখ্যমন্ত্রী বেলা 12টায় । বিধানসভায় আমাদের দলের সবাই গিয়েছেন নেতাজিকে শ্রদ্ধা জানাতে । তবে সেখানে তৃণমূলের কেউ যাননি, কারণ সেখানে তো মিডিয়ার প্রচার নেই ৷" নেতাজির জন্মদিনে (Netaji Subhas Chandra Bose Birth anniversary) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ইতিহাস তৈরি করেছেন বলে দাবি করে দিলীপ বলেছেন, "মুখ্যমন্ত্রী ইতিহাস পড়েছেন কি না জানা নেই । উনি তো কাল বলেছেন আইএনএ নাকি নেতাজি তৈরি করেছেন । তিনি বলেছিলেন রাজ্যে নেতাজি সৌধ বসবে । তাঁর নামে বিশ্ববিদ্যালয় তৈরি হবে । কিন্তু মোদি করে দেখিয়েছেন । মুখ্যমন্ত্রী শুধু নেতাজিকে নিয়ে রাজনীতি করেছেন ।" এ ছাড়াও এদিন দিলীপের কথায় উঠে আসে বিজেপির অন্তর্দ্বন্দ্ব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফর-সহ অন্যান্য বিষয়ও ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.