Bengal Civic Polls 2022 : এসডিও দফতরে মনোনয়ন জমা করলেন ডায়মন্ডহারবারের তৃণমূল প্রার্থীরা - TMC Candidates of Diamond Harbour Municipality File Nomination in SDO Office
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14406658-1042-14406658-1644317482211.jpg)
মনোনয়ন জমা করলেন ডায়মন্ডহারবার পৌরসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থীরা (TMC Candidates of Diamond Harbour Municipality File Their Nomination) ৷ 16টি ওয়ার্ডের প্রার্থীরা এদিন একসঙ্গে মনোনয়ন জমা করতে যান মহকুমা শাসকের দফতরে (TMC Candidates of Diamond Harbour Municipality File Nomination in SDO Office) ৷ তৃণমূলের পতাকা নিয়ে এবং প্রার্থীদের মালা পরিয়ে মনোনয়ন পেশ করাতে নিয়ে যাওয়া হয় ডায়মন্ডহারবার তৃণমূল নেতৃত্বের তরফে ৷ এনিয়ে ডায়মন্ডহারবারের তৃণমূল বিধায়ক পান্নালাল হালদার জানিয়েছেন, ডায়মন্ডহারবার পৌরসভার নাগরিকদের উপর তৃণমূলের আস্থা আছে ৷ এই কেন্দ্রে 16টি আসনেই তৃণমূলের প্রার্থীরা জিতবেন বলে আশাবাদী তিনি ৷
TAGGED:
Bengal Civic Polls 2022