Braja Kishore Goswami : শান্তিপুরে মনোনয়ন পেশ তৃণমূল প্রার্থী ব্রজকিশোরের - ব্রজকিশোর গোস্বামী
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13284823-242-13284823-1633589644994.jpg)
নদিয়ার শান্তিপুর আসনের জন্য মনোনয়ন পেশ করলেন তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী ৷ বৃহস্পতিবার রানাঘাটে মহকুমাশাসকের দফতরে ডেপুটি ম্যাজিস্ট্রেটের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি ৷ উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি সায়নী ঘোষ-সহ অন্যরা ৷ ব্রজকিশোর জানান, তিনি শান্তিপুরের ভূমিপুত্র ৷ এলাকার সব সমস্যাই তাঁর জানা ৷ তাই ভোটে জিতে সেইসব সমস্যা মেটানোই তাঁর প্রথম এবং প্রধান উদ্দেশ্য ৷