কাঁকসায় দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল তরজা - aasembly election
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9747822-376-9747822-1606981987841.jpg)
2021-এর নির্বাচনের আগে রাজনৈতিক চাপানউতোর বাড়ছে দুর্গাপুরে । কাঁকসার বিষ্ণুপুর গ্রামে বিজেপি-র দেওয়াল লিখনের উপর তৃণমূলের দেওয়াল লিখনের অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । বিজেপি কর্মীদের অভিযোগ , তাদের প্রতীক চিহ্নের উপর তৃণমূল দুষ্কৃতীরা রাতে তৃণমূল লিখে দিয়েছে । বিজেপি কর্মী ভগীরথ ঘোষ অভিযোগ করেন , দেওয়ালের মালিক বিজেপি কর্মী । তাঁর কাছে আগে থেকে তাঁরা দেওয়াল লিখনের অনুমতি নিয়েছিলেন । তৃণমূল কর্মীরা দেওয়াল দখল করেন । অপরদিকে , তৃণমূল কর্মীদের অভিযোগ, ওটা বিজেপি কর্মীদের লোকসভা নির্বাচনের সময় করা দেওয়াল লিখন । তা আগেই মুছে দেওয়ার নির্দেশিকা মানেনি তারা ।