বাজেটে বঞ্চিত চা-বলয়, প্রতিবাদে বাইক ব়্যালি তৃণমূলের - tmc
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5986830-thumbnail-3x2-tmc.jpg)
কেন্দ্রীয় বাজেটে চা-বলয় বঞ্চিত । উত্তরবঙ্গের ছয় লাখ চা-শ্রমিককে বঞ্চিত করা হয়েছে বাজেটে । এমনই অভিযোগ তুলে প্রতিবাদে কুমারগ্রাম ও এলেনবাড়ি থেকে আজ দু'টি বাইক ব়্যালি করে চা-বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের সদস্যরা । বাজেটের খসড়া পুড়িয়েও প্রতিবাদ জানান তারা । দেখুন ভিডিয়ো...