বিজেপির সভায় তৃণমূলের হামলার অভিযোগ, এলাকায় পুলিশি টহল - some of bjp workers injured at thanarpara nadia
🎬 Watch Now: Feature Video
বিজেপির সভা চলাকালীন হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। নদিয়ার থানারপাড়ার এলাকার নতিডাঙার ঘটনা। গতকালের ওই ঘটনায় দুষ্কৃতীরা সভাস্থানের চেয়ার ভেঙে দেয় ও বিজেপি কর্মীদের মারধর করে । যার জেরে আহত হন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে নতিডাঙার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় । খবর পেয়ে থানারপাড়ার পুলিশ ঘটনাস্থানে আসে । এলাকায় পুলিশি টহল জারি রয়েছে । হামলার ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।