বাম-কংগ্রেসের বিক্ষোভের মধ্যেই কলকাতায় অমিতের দিনভর - শহিদমিনার থেকে মমতাকে আক্রমণ শাহ
🎬 Watch Now: Feature Video
সকাল থেকে শহরের একাধিক জায়গায় বিক্ষোভের মধ্যেই শহরে পৌঁছান অমিত শাহ । শহিদ মিনারের CAA সমর্থন মঞ্চে এসে দাঁড়াতেই BJP সমর্থকরা আওয়াজ তোলেন ভারত মাতা কী জয় । সভাটা ছিল CAA-র সমর্থনে । যদিও এই সভার মাধ্যমে BJP-র পৌরভোট আর বিধানসভা নির্বাচনের প্রচার শুরু হল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ । CAA থেকে 370, বারবার উঠে এল অমিত শাহর বক্তৃতায় । শহিদ মিনারের মঞ্চ থেকে কার্যত মমতাকেই আক্রমণ করেন শাহ ।