হড়পা বানে ভাঙল হিন্দমোটরের গঙ্গার ঘাটের একাংশ - হিন্দমোটরের গঙ্গার ঘাট
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-8510189-thumbnail-3x2-hindm.jpg)
হড়পা বানে ভেঙে গেল গঙ্গার ঘাটের একটি অংশ । সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে । ঘটনাটি হুগলি জেলার হিন্দমোটর এলাকার বটতলা গঙ্গার ঘাটের । শুক্রবার দুপুরে বটতলা গঙ্গার ঘাটে আছড়ে পড়ে হড়পা বান ৷ আর সেই প্রবল জলোচ্ছ্বাসে ভেঙে যায় ঘাটের অনেকটা অংশ । দু'দিন ধরে বৃষ্টির ফলে জল বাড়ছিল গঙ্গায় । এদিন হঠাৎ এতবড় বান গঙ্গার ঘাটে আছড়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষ।