বিমল গুরুংয়ের হাত ছেড়ে বিজেপিতে তিন হেভিওয়েট - SILIGURI
🎬 Watch Now: Feature Video
বিজেপির সঙ্গে জোট ভাঙতেই ভাঙন বিমলপন্থী গোর্খা জনমুক্তি মোর্চায় । বিমল গুরুং তৃণমূলকে সমর্থনের কথা ঘোষণা করতেই ক্ষোভের সঞ্চার হয়েছে দলের অন্দর । বিমলপন্থী মোর্চার তিন হেভিওয়েট নেতা বিপি বাজগাইন, সরজ থাপা এবং শঙ্কর অধিকারী বিজেপিতে যোগ দিলেন । মঙ্গলবার শিলিগুড়ি সংলগ্ন চম্পাসারির মিলনমোড়ে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার তরফে যোগদান সভা এবং জনসভার আয়োজন করা হয় । সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এবং দার্জিলিংয়ের বিধায়ক নিরজ জিম্বা ।