শক্তিপ্রদর্শন ! কয়েক হাজার কর্মী-সমর্থক নিয়ে মিছিল অধীরের - 2021 বিধানসভা নির্বাচন
🎬 Watch Now: Feature Video
রাজ্যে দলকে শক্তিশালী করতে পথে নেমেছে কংগ্রেস । প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরির নেতৃত্বে গতকাল উত্তর 24 পরগনায় মিছিল করে কংগ্রেস ৷ বিরাটি থেকে নাগেরবাজার পর্যন্ত মিছিল হয় ৷ মিছিলে ভিড় দেখা যায় কংগ্রেস কর্মী-সমর্থকদের ।
TAGGED:
north 24 pargana